Wikipedia

সার্চ ফলাফল

মঙ্গলবার, ১১ মে, ২০২১

father's dream

তোমাদের গোলামি করার জন্য আমি জন্ম নেইনি.... ছোট থেকে হাজার খাতা কলম শেষ করে এইজন্য লেখাপড়া করিনি মুখ নামিয়ে কারো প্রতিদিন দুর্ব্যবহার সহ্য করবো। প্রত্যেক বাবার স্বপ্ন থাকে তার মেয়ের ছোট্ট সুখের সংসার হোক, যার হাতে তুলে দিয়েছি সে যেন মেয়েকে ভালোবেসে সম্মানে রাখে। ছোট থেকে হাজার আত্মত্যাগ দিয়ে একজন বাবা তার রাজকন্যাকে প্রতিদিন একটু একটু করে বড়ো করে এইজন্য না যে পরের বাড়ি পাঠানোর পর প্রাপ্য সম্মান তো দূরের কথা প্রতিনিয়ত মানসিক অত্যাচার আর দুর্ব্যবহার সইবে বলে।এইজন্য এত আত্মত্যাগ দেয় যাতে মেয়ের সুন্দর ভবিষ্যত তৈরী হোক, শিক্ষিত হয়ে মাথা তুলে বাঁচুক।

একটা অজানা কথা আছে যে কথা গুলো মেয়েদের কেউ শেখায় না নয়তো মেয়েরা এই বিষয়গুলো নিয়ে এত ভয় পেতো না, অসহায় নিরুপায়ের মতো প্রতিটা দিন কষ্ট পেত না। একটা বিবাহিত সম্পর্ক যখন খারাপ হতে শুরু করে