এখানে সবরকমের বাংলা quotes লেখা হয়! নারীদের ভাঙাগড়ার গল্প!প্রতিটা নারীর মনের কথা!কিছু অনুপ্রেরণার গল্প কিছু সত্যি ঘটনা ফুটিয়ে তোলার প্রচেষ্টা। আসুন সকলে মিলে যারা জীবনে আশার আলো হারিয়ে ফেলেছে, নিরাশ হয়ে গেছে তাঁদের মনে আশা জাগায়।
Wikipedia
সার্চ ফলাফল
শুক্রবার, ২৮ মে, ২০২১
bangla kobita about humans
যে মানুষটিকে তোমার খুব প্রয়োজন কক্ষনো সেই মানুষটিকে বুঝতে দিও না যেই বুঝে যাবে অমনি তোমার মাথায় চেপে নাচতে শুরু করে দেবে। মনে আঘাত দিয়ে কথা বলবে, অবহেলা করবে, যখন তখন ছেড়ে চলে যাওয়ার ধমকি দেবে। তাই তাকে কোনোমতেই জানতে দেবে না তোমার কাছে সে কতটা গুরুত্বপূর্ণ। যদি জেনে গেছে আজ থেকে শুরু করো একটু একটু করে মাথা থেকে নামানোর।
bangla kobita
ভালোবাসো এমন
তোমার মৃত্যুর পর সে চাইলেও তোমাকে একমুহূর্ত ভুলতে পারবে না।
ভালো কাজ করো এমন
কেউ চাইলেও তোমাকে অসম্মান করতে পারবে না।
জ্ঞানী হও এমন
মানুষ তোমাকে দেখে উঠে না দাঁড়িয়ে থাকতে পারবে না।
মা হও এমন
তুমি শাসন করলে ঘুরিয়ে তোমাকে শাসন করবে না।
পিতা হও এমন
তুমি না থাকলে তোমার মতো দায়িত্ববান না হয়ে পারবে না।
সন্তান হও এমন
পিতা মাতা যেখানে যাবে তোমার প্রশংসা কেউ না করে পারবে না।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)