Wikipedia

সার্চ ফলাফল

শনিবার, ১ মে, ২০২১

নিজের বাড়ি

মেয়েদের নিজস্ব একটা বাড়ি থাকা দরকার, ছোট হলেও তোমার একটা জমি হোক।অনেক মেয়ে অসহায়ের মতো চোখের জল ফেলে শশুড়বাড়ির বাইরে একটা এমন বাড়ি থাক যেখানে সে খুব আদর, যত্ন, আরাম, আল্লাদ পাক কিন্তু সব মেয়ে এমন সৌভাগ্যবতী হয়না।তাঁদের ইচ্ছেটা ধীরে ধীরে মানসিক অবসাদে পরিণত হয়।
একটা মেয়ে ছোট্ট থেকে যাদের সাথে বড়ো হয়, নিজের পরিবারই সবকিছু থাকে ওই মেয়েটার, কিন্তু বিয়ের পর মেয়েটার সবকিছু কেন বদলে যায়। পরিবারের কিছু সদস্য ভুলেই যায় মেয়েটি কিছুদিনের জন্য বাবারবাড়ি আসে বড়ো আশা নিয়ে একটু মুখের ভালোবাসা,আদর, যত্ন পাবার আশায়।

মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

দাম্পত্য জীবনে ফাটল

কিছু বৈবাহিক সম্পর্ক অপ্রয়োজনীয় হয়ে যায় ,মূল্যহীন হয়ে যায়। সময়ের সাথে কেন ফুরিয়ে যায় প্রয়োজন, কেন বদলে যায় সম্পর্কের ধরন?তবুও কেন সেই সম্পর্কটাকে বয়ে নিয়ে বেড়াতে হয় ওই একটাই কারণ The famous line "লোকে কি বলবে"। কেন??সম্পর্কে একটা মানুষ যদি কঠোর মনের হয়, অপর পক্ষের মানুষটিও যে কঠোর হবে সেটা কেন আমরা ধরে নি, না থাকলে হওয়ার পরামর্শ দি।যদি অপর মানুষটা নরম মনের হয় তাহলে তো কষ্টটা তাকেই পেতে হবে সারাজীবন যতদিন বেচেঁ থাকবে। সেই মানুষটার ফিলিংস, ইমোশনসের কোনো দাম নেই?? তার ভালো থাকার কোনো অধিকার নেই?সম্পর্কে দুজন মানুষের মধ্যে যদি একজন সমস্ত দায়-দায়িত্ব ভুলে যায়, যদি এমন ব্যবহার করে তাকে আর কোনো প্রয়োজন নেই তার। তার প্রতি কোনো আগ্রহই দেখায় না। কোনো আকর্ষণ নেই, বাঁধন নেই, সাথে থাকার ইচ্ছেটাই যেন মারা যায়।
ভালোবাসাহীন দাম্পত্য জীবনের চেয়ে একা থাকা ভালো। সম্পর্ককে বাগানের মতো পরিচর্চা করতে হবে। না করলে মানসিক রোগ হতে পারে। বিষণ্ণতা, অতিরিক্ত উৎকণ্ঠা, ফোবিয়া, হিস্টিরিয়া, আত্মহত্যার প্রবণতা ইত্যাদি।