একটা মেয়ে ছোট্ট থেকে যাদের সাথে বড়ো হয়, নিজের পরিবারই সবকিছু থাকে ওই মেয়েটার, কিন্তু বিয়ের পর মেয়েটার সবকিছু কেন বদলে যায়। পরিবারের কিছু সদস্য ভুলেই যায় মেয়েটি কিছুদিনের জন্য বাবারবাড়ি আসে বড়ো আশা নিয়ে একটু মুখের ভালোবাসা,আদর, যত্ন পাবার আশায়।
এখানে সবরকমের বাংলা quotes লেখা হয়! নারীদের ভাঙাগড়ার গল্প!প্রতিটা নারীর মনের কথা!কিছু অনুপ্রেরণার গল্প কিছু সত্যি ঘটনা ফুটিয়ে তোলার প্রচেষ্টা। আসুন সকলে মিলে যারা জীবনে আশার আলো হারিয়ে ফেলেছে, নিরাশ হয়ে গেছে তাঁদের মনে আশা জাগায়।
Wikipedia
সার্চ ফলাফল
শনিবার, ১ মে, ২০২১
নিজের বাড়ি
মেয়েদের নিজস্ব একটা বাড়ি থাকা দরকার, ছোট হলেও তোমার একটা জমি হোক।অনেক মেয়ে অসহায়ের মতো চোখের জল ফেলে শশুড়বাড়ির বাইরে একটা এমন বাড়ি থাক যেখানে সে খুব আদর, যত্ন, আরাম, আল্লাদ পাক কিন্তু সব মেয়ে এমন সৌভাগ্যবতী হয়না।তাঁদের ইচ্ছেটা ধীরে ধীরে মানসিক অবসাদে পরিণত হয়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন