Wikipedia

সার্চ ফলাফল

শনিবার, ১০ এপ্রিল, ২০২১

bangla shayari about love

আগুনে ছেঁকা খেলে চামড়া পোড়ে
প্রেমে ছেঁকা খেলে হৃদয় পোড়ে

যেচে উপকার করলে ভুল বোঝে
যেচে ক্ষমা চাইলে বোকা বুঝে

সম্পর্কে ঝুঁকলে দুর্বল ভাবে
হতাশায় ভুগলে loser ভাবে

গুরুত্ব বেশি দিলে অবহেলা করে
গুরুত্ব কম দিলে অভিযোগ করে

জীবন দিয়ে ভালোবাসলে সস্তা মনে করে
নিজের গুরুত্ব বুঝিয়ে দিলে ego মনে করে 

শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

নতুন জন্ম

আজ তিনদিন হয়ে গেল আমি মারা গিয়েছি, হুস.......কেউ সে কথা জানে না জানবেই বা কি করে খোঁজ রাখে নাকি কেউ কারো। কিন্তু তবুও আমি আমার শরীরটাকে জোর করে বাঁচিয়ে রেখেছি কেন জানো? আমার আড়াইবছরের মেয়েটার জন্য... ওকে একা রেখে যায় কি করে। কত আবদার, আদর, বায়না ওর আমি না উঠলে কে দেখবে তাই জোর করে চোখ মেলে তাকাচ্ছি, জোর করে খাবার খাচ্ছি নয়তো শরীরটাকেও বাঁচাতে পারবো না। এই বয়সেই আমার মা আমাকে ছেড়ে চিরদিনের মতো জগৎ ছেড়েছিলো ভাবেনি এত কিছু আমার মতো করে।কিন্তু আমি মেয়ের জন্য আবার নতুন করে জন্ম নেবো নতুন রাস্তা খুঁজবো কিভাবে ভালো ভাবে বেঁচে থাকা যায়।