এখানে সবরকমের বাংলা quotes লেখা হয়! নারীদের ভাঙাগড়ার গল্প!প্রতিটা নারীর মনের কথা!কিছু অনুপ্রেরণার গল্প কিছু সত্যি ঘটনা ফুটিয়ে তোলার প্রচেষ্টা। আসুন সকলে মিলে যারা জীবনে আশার আলো হারিয়ে ফেলেছে, নিরাশ হয়ে গেছে তাঁদের মনে আশা জাগায়।
Wikipedia
সার্চ ফলাফল
শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
নতুন জন্ম
আজ তিনদিন হয়ে গেল আমি মারা গিয়েছি, হুস.......কেউ সে কথা জানে না জানবেই বা কি করে খোঁজ রাখে নাকি কেউ কারো। কিন্তু তবুও আমি আমার শরীরটাকে জোর করে বাঁচিয়ে রেখেছি কেন জানো? আমার আড়াইবছরের মেয়েটার জন্য... ওকে একা রেখে যায় কি করে। কত আবদার, আদর, বায়না ওর আমি না উঠলে কে দেখবে তাই জোর করে চোখ মেলে তাকাচ্ছি, জোর করে খাবার খাচ্ছি নয়তো শরীরটাকেও বাঁচাতে পারবো না। এই বয়সেই আমার মা আমাকে ছেড়ে চিরদিনের মতো জগৎ ছেড়েছিলো ভাবেনি এত কিছু আমার মতো করে।কিন্তু আমি মেয়ের জন্য আবার নতুন করে জন্ম নেবো নতুন রাস্তা খুঁজবো কিভাবে ভালো ভাবে বেঁচে থাকা যায়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন