You Are Great
তুমি ফ্যালনা নও
তুমি সস্তা নও
তুমি তুচ্ছ নও
তোমার মধ্যেও আছে কিছু বিশেষ গুন
যেটাকে তুমি ঠিক ভাবে যত্ন করছো না
যেমনটা সবাই তোমার মধ্যে বিশেষ গুন আছে মানে না তেমনি তুমিও তোমার গুনটা তাঁদের মতো করে অবহেলা করছো।
ঈশ্বর আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছে মানুষরূপে কিছু না কিছু উদ্দেশ্যে। তুমি তোমার উদ্দেশ্য কে খোঁজো। তুমি তোমার ওই বিশেষ গুনকে খোঁজো, বের করো আর পুরো দুনিয়াকে দেখাও তুমি looser নও তুমিও অসাধারণ,অমূল্য।
হতে পারে অনেকে সময়ে সেটেল হয়েছে তুমি একটু না হয় দেরিতে হবে। চেষ্টা তো করো, কেউ তোমায় motivate করবে না তোমাকেই বুকে বল এনে এগিয়ে যেতে হবে।
বাঁধা আসবে, হতাশা আসবে, কান্না আসবে, একা হয়ে পড়বে তবু থামলে চলবে না.... এত বাঁধা পেরিয়ে যদি এগিয়ে যেতে পারো সাফল্য তোমার মাথায় মুকুট পড়াবেই।তাই never give up
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন