Wikipedia

সার্চ ফলাফল

সোমবার, ৩ মে, ২০২১

ভয়ের পরে জিত আছে।

হেরে যাওয়া ভুল নয়
হেরে গিয়ে দ্বিতীয়বার চেষ্টা না করাটা ভুল।
দ্বিতীয়বার হারলে তৃতীয়বার। যতবার হারবে ততবার উঠে দাঁড়াবে। সফলতা এমনিই আসে না চাই পরিশ্রম আর কঠোর মনোযোগ প্রতিদিন।অবশ্য সম্পর্কে সেটা বলিনি কারণ সম্পর্কে মন খুব সেনসিটিভ থাকে তাই বারবার সম্পর্কের মানুষ বদলানো সম্ভব নয়। কিছু মানুষের মন সীমিত মানুষের জন্যই মনের ঘরে জায়গা থাকে।তারপর আঘাতে সেই ঘরটা ভেঙে গুড়িয়ে যায়, পরে থাকে মরুভুমির মতো রুক্ষ্ণতা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন