ভালো মোটিভেশন সিনেমা দেখা উচিত এতে মনের জোর বাড়বে।
যে কাজটা তোমাকে আনন্দ দেয়, তোমার ভালোলাগার কিছু কাজে মন দাও।
যে কারণে ডিপ্রেসেড সেই দিকে বার বার মনকে না নিয়ে যাওয়া।
নিজের প্যাশনকে কিভাবে earning এ convert করবে সেই দিকটা চিন্তা করো।
যদি কারো অবহেলাই ডিপ্রেস থাকো তবে তাকে তোমারও এড়িয়ে যাওয়াই ভালো।
যতই পিছুটান থাক, যতই নিরুপায়ের কারণ থাক চেষ্টা ইচ্ছে থাকলে ডিপ্রেশনকেও হার মানাতে পারো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন