Wikipedia

সার্চ ফলাফল

শুক্রবার, ২৮ মে, ২০২১

bangla kobita

ভালোবাসো এমন

তোমার মৃত্যুর পর সে চাইলেও তোমাকে একমুহূর্ত ভুলতে পারবে না।

ভালো কাজ করো এমন

কেউ চাইলেও তোমাকে অসম্মান করতে পারবে না।

জ্ঞানী হও এমন

মানুষ তোমাকে দেখে উঠে না দাঁড়িয়ে থাকতে পারবে না।

মা হও এমন

তুমি শাসন করলে ঘুরিয়ে তোমাকে শাসন করবে না।

পিতা হও এমন

তুমি না থাকলে তোমার মতো দায়িত্ববান না হয়ে পারবে না।

সন্তান হও এমন

পিতা মাতা যেখানে যাবে তোমার প্রশংসা কেউ না করে পারবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন