এখানে সবরকমের বাংলা quotes লেখা হয়! নারীদের ভাঙাগড়ার গল্প!প্রতিটা নারীর মনের কথা!কিছু অনুপ্রেরণার গল্প কিছু সত্যি ঘটনা ফুটিয়ে তোলার প্রচেষ্টা। আসুন সকলে মিলে যারা জীবনে আশার আলো হারিয়ে ফেলেছে, নিরাশ হয়ে গেছে তাঁদের মনে আশা জাগায়।
Wikipedia
সার্চ ফলাফল
বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
টাকাটাই সবকিছু এখন
জীবনে যা অভিজ্ঞতা হলো তাতে বুঝলাম টাকাটাই সবকিছু। টাকা দিয়ে সুখ, আরাম, সুবিধা, ভালো ব্যবহার পাওয়া যায়। তুমি উচিত কথা বলছো কিন্তু সামনের জন আগে দেখবে তুমি কত টাকা রোজগার করো।
তুমি ভুল কথা বলছো,অনুচিত কথা বলছো কিন্তু তোমার টাকার জন্য কেউ তোমাকে বুকে সাহস নিয়ে বলবে না তুমি ভুল কথা বলছো, নাহলে তোমার থেকে আর কোনো সুবিধা পাওয়া যাবে না। এখন টাকাটাই তোমার পজিশন ঠিক করে দেয় তুমি ঠিক কতোটা সম্মানের যোগ্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন