Wikipedia

সার্চ ফলাফল

শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

মন গলানো

আমার মন গলানো এতোই সহজ
আমার মন ভোলানো এতোই সহজ
 কত অবহেলায়,কত ঝড়ের রাতে,কত তপ্ত রোদের দুপুরবেলায় মন পুড়ে পুড়ে হয়েছে শক্ত,এতোই সহজ সেই মন গলানো।
না সহজ না এই মন অভিনয়ে আর ভুলবে না।
কত চোখের জল শুকিয়েছি গালের চিবুকে, কত মনখারাপ লুকিয়েছি মিথ্যে হাসি মিথ্যে দেখানো সুখে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন