মা হওয়ার পর শিখেছি কিভাবে রাতের পর রাত না ঘুমিয়ে কাটাতে হয়।
মা হওয়ার পর শিখেছি কিভাবে হাজারো কষ্ট দাঁতে দাঁত চেপে সহ্য করতে হয়।
মা হওয়ার পর শিখেছি কিভাবে ঘন্টার পর ঘন্টা খাবার নিয়ে বসে থাকতে হয়।
মা হওয়ার পর শিখেছি কিভাবে নিজের খাবারটা না চিবিয়ে শুধু গিলতে হয়।
মা হওয়ার পর শিখেছি কিভাবে ভুলতে হয়
আমিও কারো আদরের মেয়ে ছিলাম।
মা হওয়ার পর শিখেছি কিভাবে নিজের কিছু ইচ্ছে আকাঙ্খাগুলোই ফুলস্টপ লাগাতে হয়।
মা হওয়ার পর শিখেছি কিভাবে অহেতুক বদনামী নিয়ে নিরুপায়ের মতো বেঁচে থাকতে হয়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন