আসলে বরাবরই স্বভাবটা একরোখা অন্যায় দেখলে রক্ত ফুটে উঠে চুপ থাকতে পারি না আর নাই কেউ অন্যায় কথা বললে মুখ নামিয়ে শুনে থাকি। তাতে সবার কাছে খারাপ বদনাম পাই না কেন আমি আমার মতো। আমি কারো মতো হতে চাই না আমি নিজের মতোই থাকতে চাই। কিসের মানুষ হলাম যদি অন্যায় কথা শুনে মুখ বুজে সয়ে নিলাম নিজেকে কেমন মেরুদন্ডহীন মনে হবে না?
আয়নায় মুখটা দেখতে লজ্জা করবে না? @আমার তো করবে... যখনি তুমি অন্যায়ের সামনে মাথা নত হবে তখন থেকেই ধীরে ধীরে তোমার সাথে অন্যায়ের মাত্রা বেড়ে চলবে তাই অন্যায়ের সাথে আপস নয় একবার মুখের আওয়াজটা সাহস করে বার করেই দ্যাখো না কেমন অন্যায়কারীর মুখে হালকা ভয়ের ছাপ দেখা যায়।আমি বলছি তুমি পারবে, এমন কোনো কাজ নেই যা আমরা মানুষরা পারি না এই আধুনিক যুগে তার প্রমান আমাদের সবার চোখের সামনেই উদাহরণ হিসাবে আছে। বিশ্বাস করো তুমি অনেক সুন্দর, অনেক মূল্যবান নিজের মূল্যটা বোঝো কারো অবহেলায় নিজেকে নষ্ট করো না তাতে তার কোনো ক্ষতি হবে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন