গুরুজন হলেই কি ছোটরা ভেতর থেকে শ্রদ্ধা, সম্মান করবে, ব্যাস এই একটা কারণ থাকলেই হবে সম্মান করার জন্য। না
যদি মন থেকে কারো কাছ থেকে শ্রদ্ধা ভক্তি সম্মান চাই তাহলে বয়সে বড়ো হওয়ার সাথে সাথে নিজের ব্যবহার, কথা বার্তায় মিষ্টতা, আর ভালো কর্ম এই গুনগুলোও থাকতে হবে।
সম্মান করে না, সম্মান করে না করে ঢাক পিটিয়ে পাওয়া যাবে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন