এবার আমার দায়িত্ব বদলে যাওয়ার..
না না না এটাই এটাই ভুল করছো ভেবে তাহলে সবার আর তোমার মধ্যে পার্থক্য কোথায় থাকলো। তারমানে কাল বলবে সবাই বিয়ে করে নিলো এবার আমার বিয়ে করার পালা।😁
আরে এই সবাই কথাটাই একটা সাধারণ মানুষের পরিচয় দিচ্ছে, সবাই যা করবে তুমিও কি তাই করবে। তোমার মধ্যে নিজস্বতা নেই, তোমার ব্যাক্তিত্ব, তোমার পছন্দ, তোমার বিচার-বিবেচনা, তোমার পথ, তোমার ভাবনা, তোমার দুনিয়াকে দেখার আলাদা দৃষ্টিভঙ্গি। সবাই সাধারণ হতে চাই কারণ সাধারণ হওয়া খুব সহজ, কেউ আলাদা ইউনিক হতে চাই না কারণ সেই রাস্তায় একাই চলতে হয়, হাজার রকমের বাঁধা ঠেলে।
Be Unique Yaar
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন