Wikipedia

সার্চ ফলাফল

রবিবার, ৭ মার্চ, ২০২১

Happy Women's Day

তোমার ভূমিকা, তোমার অবদান তুমি নিজেই জানো না তাইতো অল্পতেই ভয় পাও, ভেঙে পরো, হার মেনে যাও। কতটা শক্তি আর ধৈর্য্য নিয়ে জন্মেছ জানা থাকলে তুমি নয় যারা তোমার সাথে অন্যায় করে প্রতিনিয়ত তারা মাথা ঝুঁকিয়ে চলতো।কিন্ত সমাজের গঠনটাই এমন আছে নারী মানেই মানিয়ে নেওয়া।তবুও তুমি স্বাধীন হও ছুঁয়ে দেখাও তোমার আকাশকে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন