এখানে সবরকমের বাংলা quotes লেখা হয়! নারীদের ভাঙাগড়ার গল্প!প্রতিটা নারীর মনের কথা!কিছু অনুপ্রেরণার গল্প কিছু সত্যি ঘটনা ফুটিয়ে তোলার প্রচেষ্টা। আসুন সকলে মিলে যারা জীবনে আশার আলো হারিয়ে ফেলেছে, নিরাশ হয়ে গেছে তাঁদের মনে আশা জাগায়।
Wikipedia
সার্চ ফলাফল
মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
মানুষ এখন মেশিন/people are machines now
এখন মানুষ আর মানুষ নেই এক একটা মেশিনে পরিণত হয়েছে। কারণ এখনকার মানুষের মধ্যে emotions, feelings, মনুষ্যত্ব, বিবেক সব হারিয়ে যাচ্ছে। পাশের মানুষটা কষ্টে আছে, বিপদে আছে কিন্তু সাথে থাকা মানুষটার সেই নিয়ে মাথা ব্যাথাও নেই।অনেক স্বামী-স্ত্রী আছে যারা বছরের পর বছর এক ছাদের তলায় কাটিয়ে দিচ্ছে না আছে মনের সাথে মনের কানেকশন না আছে শরীরের সাথে কোনো কানেক্শন। কতদিন তারা একে অপরকে বলেনি আমি তোমাকে ভালোবাসি, কতদিন তারা ফোনে 1মিনিটের বেশি কথা বলেনি, কতদিন তারা একে অপরকে আলিঙ্গন করেনি, তারা ভুলেই গেছে ছাদনাতলাই হাতের উপর হাত রেখে কত মন্ত্রপাঠ, একে অপরের চোখে ভালোবাসার আদানপ্রদান, ভালোবাসার মানুষটির হাতে পরিয়ে দেওয়া মাথা ভরা সিঁদুর। কোথায় গেল সেইদিনগুলোর স্মৃতি,কিভাবে ভুলে যায় আমরা কত ভাবনা কত স্বপ্ন দিয়ে গড়া সম্পর্কগুলোকে। কি করে এত্তটা নিষ্ঠুর হয়ে যায়। কথায় কথায় একে অপরের মনে আঘাত করার সুযোগ খুঁজি কই খুশি করার সুযোগ খুঁজি না তো? সম্পর্ক গুলোকে casually নিতে শুরু করি যেন থাকলে থাক না থাকলে চলে যাক। সম্পর্কটাকে আর কোনো যত্ন করার দরকার নেই... আচ্ছা একটা গাছের বেলায় যদি এমনটাই করি সেই গাছটার চেহেরাটা কেমন হবে একটু মন দিয়ে ভাবুন... ধরুন আপনি একটা ছোট্ট গাছের চারা কিনে আনলেন তারপর সেটাকে আর তাকিয়েও দেখলেন না ভাবলেন আমারই তো এখন গাছটা। ওকে সার, আলো, বাতাস, জল যেগুলো দরকার ছিল দিলেন না কিন্তু তবুও আপনি সেই গাছটার থেকে আশা করলেন গাছটা আমাকে ফুল দেবে, ফল দেবে কারণ গাছটা বুঝবে আমি এখন অসুবিধায় আছি তাই যত্ন করা সম্ভব হচ্ছে না, এবার বলুন আপনি যেটা ভাবলেন সেটা কি আদৌ লজিকাল কথা?? আমি জানি একটু বিবেক দিয়ে ভাবলেই আপনি বুঝতে পারবেন এটা কোনোমতেই সম্ভব না। এমনি এক্সপেকটেশন গুলো আমরা সম্পর্কের ক্ষেত্রেও apply করি, গাছের মতোই সম্পর্কেরও যত্ন প্রয়োজন অনেক প্রয়োজন। আর যত্ন করি না তাই দিনের পর দিন সম্পর্কগুলো প্রাণহীন, মৃত, বোঝাই পরিণত হয়ে যাচ্ছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন