কিন্তু সুস্থ, সুন্দর সম্পর্ক তখনি হয় যখন একেঅপরের মতামতকে তারা সম্মান,গুরুত্ব দিতে জানে।
এখানে সবরকমের বাংলা quotes লেখা হয়! নারীদের ভাঙাগড়ার গল্প!প্রতিটা নারীর মনের কথা!কিছু অনুপ্রেরণার গল্প কিছু সত্যি ঘটনা ফুটিয়ে তোলার প্রচেষ্টা। আসুন সকলে মিলে যারা জীবনে আশার আলো হারিয়ে ফেলেছে, নিরাশ হয়ে গেছে তাঁদের মনে আশা জাগায়।
Wikipedia
সার্চ ফলাফল
সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
দুজনের মতামতকে গুরুত্ব দাও
না তোমার সমস্ত অর্ডার আমি মেনে চলতে পারবো না আমি কোনো কোর্টের কাঠগোড়ায় দাঁড়িয়ে নেই আর নাই তুমি কোর্টের জার্জ এর চেয়ারে। আমি তোমার স্ত্রী তুমি আমার স্বামী। মতের অমিল থাকতেই পারে সেটাই স্বাভাবিক, মনে রাখবে তুমি আমি দুটো আলাদা মানুষ। ওই ফ্লিমের ডায়লগ দিয়ে বোকা বানানো বন্ধ কর... "এক আত্মা দো শারীর"।আসল কথা কি জানো দুজনকেই দুজনের মতামতকে সম্মান করা এবং গুরুত্ব দিতে হবে। কিন্তু সমস্যা কোন জায়গায় জানো ডমিনেট, কন্ট্রোল করা মানুষটিকে নিয়ে, সম্পর্কে বিপরীত মানুষটি যদি ডমিনেটিং হয় ঐখানেই বিপদ সে শুধু নিজের মতামত চাপাবে তোমার উপর আর তোমার মতামতের কোনো গুরুত্ব দেবে না। কারণ যে ব্যাক্তি ডমিনেটিং থাকে সে নিজেকে বিপরীত মানুষটির থেকে বেশি বুদ্ধিমান মনে করে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন