এখন আমি একাই বাঁচি।
পাবো না ভয় এনেছি আমি বুকে বল,
থামবি না কেউ সাহস করে এগিয়ে চল।
বাড়াবে হাত অনেক বেশে মুখোশধারী,
দিবি না ধরা বুঝিয়ে দিবি আমিও বুঝতে পারি।
যতই ভাব আছি দুর্বল,অসহায় নারী।
জানিস না মূর্খ ভাবিস তুইই শুধু শক্তিধারী,
দেয়ালে ঠিকলে পিঠ, ঠিক কতটা শক্তি আনতে পারি।
কথায় আছে হাঁটুর নিচে বুদ্ধি নারীর
তাইতো জীব সৃষ্টির দায়িত্ব তারই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন