Wikipedia

সার্চ ফলাফল

বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

parents feelings

বাবা মা ছোটবেলা থেকে আমাদের একটু একটু করে বড়ো হতে দেখে পড়াশোনা করিয়ে শিক্ষিত বানাই যাতে আমরা জীবনে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় দুইবার ভাবি, কিন্তু আমরা কি করি ষোলো থেকে আঠেরো এই বয়সটাই আমাদের বিবেকের থেকে আবেগ বেশি কাজ করে আর সেই সময়ই আমরা ভুল সিদ্ধান্ত গুলো নি। ভবিষ্যত কি হবে, যেটা করছি সেটা ইন ফিউচার আমাকে আফসোস করে চোখের জল ফেলতে হবে না তো এসব কিচ্ছু আমরা ভাবি না। বাবা মার সাজানো স্বপ্নটাকে ভেঙে দিতে দুইবারও ভাবি না। তাঁদের ভাবনা, তাঁদের খারাপলাগা নিয়ে আমাদের কোনোভাবেই ভাবাই না। তাঁদের মনে আমরা অসম্ভব আঘাত দি যেটা তখনি বুঝতে পারি যখন নিজে ভুল প্রমাণিত হয় আর জীবনটা অনিশ্চিত অন্ধকারের দিকে ঠেলে দি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন