Wikipedia

সার্চ ফলাফল

শুক্রবার, ৪ জুন, ২০২১

bangla quotes for caption

Explain করা বন্ধ করো।আর কত এক্সপ্লেইন করবে সেই মানুষকে explain করে বুঝিয়ে কোনো লাভ হবে না যে সব জানে তোমার নিয়ে তবে নিজের মতো করে তোমার ভালো দিকগুলোতেও সে ভালো নই বরং ভালো হবার নাটক দেখতে পায়।
তাকে তুমি বোঝাচ্ছ? কোনোদিন পারবে না। যখন সে বুঝবে তখন তুমি জানতে পারবে না আর জানতে পারলেও বিশেষ কোনো লাভ হবে না।
নিজের কাছে পরিষ্কার থাকো আর নিজের লক্ষ্যের দিকে মনোযোগ দাও তোমারও দিন আসবে সেদিন তোমাকে explain নয় Excuse দিতে হবে তার explain গুলো এড়োনোর জন্য।

শুক্রবার, ২৮ মে, ২০২১

bangla kobita about humans

যে মানুষটিকে তোমার খুব প্রয়োজন কক্ষনো সেই মানুষটিকে বুঝতে দিও না যেই বুঝে যাবে অমনি তোমার মাথায় চেপে নাচতে শুরু করে দেবে। মনে আঘাত দিয়ে কথা বলবে, অবহেলা করবে, যখন তখন ছেড়ে চলে যাওয়ার ধমকি দেবে। তাই তাকে কোনোমতেই জানতে দেবে না তোমার কাছে সে কতটা গুরুত্বপূর্ণ। যদি জেনে গেছে আজ থেকে শুরু করো একটু একটু করে মাথা থেকে নামানোর।

bangla kobita

ভালোবাসো এমন

তোমার মৃত্যুর পর সে চাইলেও তোমাকে একমুহূর্ত ভুলতে পারবে না।

ভালো কাজ করো এমন

কেউ চাইলেও তোমাকে অসম্মান করতে পারবে না।

জ্ঞানী হও এমন

মানুষ তোমাকে দেখে উঠে না দাঁড়িয়ে থাকতে পারবে না।

মা হও এমন

তুমি শাসন করলে ঘুরিয়ে তোমাকে শাসন করবে না।

পিতা হও এমন

তুমি না থাকলে তোমার মতো দায়িত্ববান না হয়ে পারবে না।

সন্তান হও এমন

পিতা মাতা যেখানে যাবে তোমার প্রশংসা কেউ না করে পারবে না।

মঙ্গলবার, ১১ মে, ২০২১

father's dream

তোমাদের গোলামি করার জন্য আমি জন্ম নেইনি.... ছোট থেকে হাজার খাতা কলম শেষ করে এইজন্য লেখাপড়া করিনি মুখ নামিয়ে কারো প্রতিদিন দুর্ব্যবহার সহ্য করবো। প্রত্যেক বাবার স্বপ্ন থাকে তার মেয়ের ছোট্ট সুখের সংসার হোক, যার হাতে তুলে দিয়েছি সে যেন মেয়েকে ভালোবেসে সম্মানে রাখে। ছোট থেকে হাজার আত্মত্যাগ দিয়ে একজন বাবা তার রাজকন্যাকে প্রতিদিন একটু একটু করে বড়ো করে এইজন্য না যে পরের বাড়ি পাঠানোর পর প্রাপ্য সম্মান তো দূরের কথা প্রতিনিয়ত মানসিক অত্যাচার আর দুর্ব্যবহার সইবে বলে।এইজন্য এত আত্মত্যাগ দেয় যাতে মেয়ের সুন্দর ভবিষ্যত তৈরী হোক, শিক্ষিত হয়ে মাথা তুলে বাঁচুক।

একটা অজানা কথা আছে যে কথা গুলো মেয়েদের কেউ শেখায় না নয়তো মেয়েরা এই বিষয়গুলো নিয়ে এত ভয় পেতো না, অসহায় নিরুপায়ের মতো প্রতিটা দিন কষ্ট পেত না। একটা বিবাহিত সম্পর্ক যখন খারাপ হতে শুরু করে

শনিবার, ৮ মে, ২০২১

acting is a art bangla quotes

অভিনয় একটা আর্ট। তবে একই মানুষের সাথে বার বার অভিনয়
করে জেতা যায় না।

বুধবার, ৫ মে, ২০২১

depression quotes in Bangla



ভালো মোটিভেশন সিনেমা দেখা উচিত এতে মনের জোর বাড়বে।

যে কাজটা তোমাকে আনন্দ দেয়, তোমার ভালোলাগার কিছু কাজে মন দাও।

যে কারণে ডিপ্রেসেড সেই দিকে বার বার মনকে না নিয়ে যাওয়া।

নিজের প্যাশনকে কিভাবে earning এ convert করবে সেই দিকটা চিন্তা করো।

যদি কারো অবহেলাই ডিপ্রেস থাকো তবে তাকে তোমারও এড়িয়ে যাওয়াই ভালো।

যতই পিছুটান থাক, যতই নিরুপায়ের কারণ থাক চেষ্টা ইচ্ছে থাকলে ডিপ্রেশনকেও হার মানাতে পারো।

সোমবার, ৩ মে, ২০২১

ভয়ের পরে জিত আছে।

হেরে যাওয়া ভুল নয়
হেরে গিয়ে দ্বিতীয়বার চেষ্টা না করাটা ভুল।
দ্বিতীয়বার হারলে তৃতীয়বার। যতবার হারবে ততবার উঠে দাঁড়াবে। সফলতা এমনিই আসে না চাই পরিশ্রম আর কঠোর মনোযোগ প্রতিদিন।অবশ্য সম্পর্কে সেটা বলিনি কারণ সম্পর্কে মন খুব সেনসিটিভ থাকে তাই বারবার সম্পর্কের মানুষ বদলানো সম্ভব নয়। কিছু মানুষের মন সীমিত মানুষের জন্যই মনের ঘরে জায়গা থাকে।তারপর আঘাতে সেই ঘরটা ভেঙে গুড়িয়ে যায়, পরে থাকে মরুভুমির মতো রুক্ষ্ণতা।

শনিবার, ১ মে, ২০২১

নিজের বাড়ি

মেয়েদের নিজস্ব একটা বাড়ি থাকা দরকার, ছোট হলেও তোমার একটা জমি হোক।অনেক মেয়ে অসহায়ের মতো চোখের জল ফেলে শশুড়বাড়ির বাইরে একটা এমন বাড়ি থাক যেখানে সে খুব আদর, যত্ন, আরাম, আল্লাদ পাক কিন্তু সব মেয়ে এমন সৌভাগ্যবতী হয়না।তাঁদের ইচ্ছেটা ধীরে ধীরে মানসিক অবসাদে পরিণত হয়।
একটা মেয়ে ছোট্ট থেকে যাদের সাথে বড়ো হয়, নিজের পরিবারই সবকিছু থাকে ওই মেয়েটার, কিন্তু বিয়ের পর মেয়েটার সবকিছু কেন বদলে যায়। পরিবারের কিছু সদস্য ভুলেই যায় মেয়েটি কিছুদিনের জন্য বাবারবাড়ি আসে বড়ো আশা নিয়ে একটু মুখের ভালোবাসা,আদর, যত্ন পাবার আশায়।

মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

দাম্পত্য জীবনে ফাটল

কিছু বৈবাহিক সম্পর্ক অপ্রয়োজনীয় হয়ে যায় ,মূল্যহীন হয়ে যায়। সময়ের সাথে কেন ফুরিয়ে যায় প্রয়োজন, কেন বদলে যায় সম্পর্কের ধরন?তবুও কেন সেই সম্পর্কটাকে বয়ে নিয়ে বেড়াতে হয় ওই একটাই কারণ The famous line "লোকে কি বলবে"। কেন??সম্পর্কে একটা মানুষ যদি কঠোর মনের হয়, অপর পক্ষের মানুষটিও যে কঠোর হবে সেটা কেন আমরা ধরে নি, না থাকলে হওয়ার পরামর্শ দি।যদি অপর মানুষটা নরম মনের হয় তাহলে তো কষ্টটা তাকেই পেতে হবে সারাজীবন যতদিন বেচেঁ থাকবে। সেই মানুষটার ফিলিংস, ইমোশনসের কোনো দাম নেই?? তার ভালো থাকার কোনো অধিকার নেই?সম্পর্কে দুজন মানুষের মধ্যে যদি একজন সমস্ত দায়-দায়িত্ব ভুলে যায়, যদি এমন ব্যবহার করে তাকে আর কোনো প্রয়োজন নেই তার। তার প্রতি কোনো আগ্রহই দেখায় না। কোনো আকর্ষণ নেই, বাঁধন নেই, সাথে থাকার ইচ্ছেটাই যেন মারা যায়।
ভালোবাসাহীন দাম্পত্য জীবনের চেয়ে একা থাকা ভালো। সম্পর্ককে বাগানের মতো পরিচর্চা করতে হবে। না করলে মানসিক রোগ হতে পারে। বিষণ্ণতা, অতিরিক্ত উৎকণ্ঠা, ফোবিয়া, হিস্টিরিয়া, আত্মহত্যার প্রবণতা ইত্যাদি।

বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

parents feelings

বাবা মা ছোটবেলা থেকে আমাদের একটু একটু করে বড়ো হতে দেখে পড়াশোনা করিয়ে শিক্ষিত বানাই যাতে আমরা জীবনে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় দুইবার ভাবি, কিন্তু আমরা কি করি ষোলো থেকে আঠেরো এই বয়সটাই আমাদের বিবেকের থেকে আবেগ বেশি কাজ করে আর সেই সময়ই আমরা ভুল সিদ্ধান্ত গুলো নি। ভবিষ্যত কি হবে, যেটা করছি সেটা ইন ফিউচার আমাকে আফসোস করে চোখের জল ফেলতে হবে না তো এসব কিচ্ছু আমরা ভাবি না। বাবা মার সাজানো স্বপ্নটাকে ভেঙে দিতে দুইবারও ভাবি না। তাঁদের ভাবনা, তাঁদের খারাপলাগা নিয়ে আমাদের কোনোভাবেই ভাবাই না। তাঁদের মনে আমরা অসম্ভব আঘাত দি যেটা তখনি বুঝতে পারি যখন নিজে ভুল প্রমাণিত হয় আর জীবনটা অনিশ্চিত অন্ধকারের দিকে ঠেলে দি।

মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

motivational quotes for women's

সাদা কালোই মিশে আছি,
এখন আমি একাই বাঁচি।

পাবো না ভয় এনেছি আমি বুকে বল,
থামবি না কেউ সাহস করে এগিয়ে চল।

বাড়াবে হাত অনেক বেশে মুখোশধারী,
দিবি না ধরা বুঝিয়ে দিবি আমিও বুঝতে পারি।

যতই ভাব আছি দুর্বল,অসহায় নারী।
জানিস না মূর্খ ভাবিস তুইই শুধু শক্তিধারী, 
দেয়ালে ঠিকলে পিঠ, ঠিক কতটা শক্তি আনতে পারি।

কথায় আছে হাঁটুর নিচে বুদ্ধি নারীর 
তাইতো জীব সৃষ্টির দায়িত্ব তারই।

সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

দুজনের মতামতকে গুরুত্ব দাও

না তোমার সমস্ত অর্ডার আমি মেনে চলতে পারবো না আমি কোনো কোর্টের কাঠগোড়ায় দাঁড়িয়ে নেই আর নাই তুমি কোর্টের জার্জ এর চেয়ারে। আমি তোমার স্ত্রী তুমি আমার স্বামী। মতের অমিল থাকতেই পারে সেটাই স্বাভাবিক, মনে রাখবে তুমি আমি দুটো আলাদা মানুষ। ওই ফ্লিমের ডায়লগ দিয়ে বোকা বানানো বন্ধ কর... "এক আত্মা দো শারীর"।আসল কথা কি জানো দুজনকেই দুজনের মতামতকে সম্মান করা এবং গুরুত্ব দিতে হবে। কিন্তু সমস্যা কোন জায়গায় জানো ডমিনেট, কন্ট্রোল করা মানুষটিকে নিয়ে, সম্পর্কে বিপরীত মানুষটি যদি ডমিনেটিং হয় ঐখানেই বিপদ সে শুধু নিজের মতামত চাপাবে তোমার উপর আর তোমার মতামতের কোনো গুরুত্ব দেবে না। কারণ যে ব্যাক্তি ডমিনেটিং থাকে সে নিজেকে বিপরীত মানুষটির থেকে বেশি বুদ্ধিমান মনে করে।
কিন্তু সুস্থ, সুন্দর সম্পর্ক তখনি হয় যখন একেঅপরের মতামতকে তারা সম্মান,গুরুত্ব দিতে জানে।

রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

শুরু থেকেই ভালোবাসবে

যে ভালোবাসার মানুষ হবে সে সম্পর্কের শুরু থেকেই ভালোবাসবে, সম্পর্ক চলাকালীনও ভালোবাসবে মাঝেমধ্যে মান অভিমান হতেই পারে সেটাই সম্পর্কে স্বাভাবিক, কিন্তু সুনামির মতো বহুদিন পর ভালোবাসা জাগলে সেটা ভালোবাসা নয় সেটা অভিনয়।

শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

মন গলানো

আমার মন গলানো এতোই সহজ
আমার মন ভোলানো এতোই সহজ
 কত অবহেলায়,কত ঝড়ের রাতে,কত তপ্ত রোদের দুপুরবেলায় মন পুড়ে পুড়ে হয়েছে শক্ত,এতোই সহজ সেই মন গলানো।
না সহজ না এই মন অভিনয়ে আর ভুলবে না।
কত চোখের জল শুকিয়েছি গালের চিবুকে, কত মনখারাপ লুকিয়েছি মিথ্যে হাসি মিথ্যে দেখানো সুখে।


বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

selfish husband

যে স্বামী নিজের স্ত্রী সন্তানকে কষ্ট দিয়ে নিজের সুখের কথা ভাবে সেই স্বামীর সাথ না দেওয়াই ভালো। কারণ স্বার্থপর মানুষ কখনো sacrifice এর অর্থ বোঝে না।

বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

হারতে নয় হারাতে শেখো

অনেক সময় আমরা এমন কিছু মানুষের পাল্লায় পরে যায় যার কারণে আমাদের জীবনটা তছনছ হয়ে যায় মনে হয় সব শেষের মুখে । কিন্তু একজন মানুষ যতই powerful হোক মনে রাখবে তার মধ্যেও কিছু এমন weak পয়েন্ট আছে যেটা দিয়ে তাকে হারানো যায়। ভয় না পেয়ে ভয়ের মুখোমুখি হতে শেখো। যত সমস্যা থেকে পালাতে চাইবে ততো সমস্যা গুলো আরও বাড়তে যাবে তাই উপায় খোঁজো সমস্যা গুলোকে হ্যান্ডেল করবে কিভাবে।

সোমবার, ১২ এপ্রিল, ২০২১

Every women's dream|bangla Romatic story

আমার একটা সাধ ছিল একটা ছোট্ট সুখের সংসার গড়ার। সেই সংসারে একটা মনের মানুষ থাকবে তার আদর ভালোবাসায় ভরে থাকবে আমার শরীর, মন। আমাদের সন্তানের খিলখিল করা হাসি সারাঘরে মেতে থাকবে। টেবিলে থাকবে সোনামনির রেডি রাখা টিফিন বক্স,পড়ার টেবিলে থাকবে সোনার ব্যাগ, জুতোর রেকে সাজানো থাকবে আমাদের জুতো জোড়া সাথে থাকবে সোনার জুতো। আমাদের ভালোবাসার প্রমান থাকবে এলোমেলো বিছানা, সিঁথির সিঁদুর মাখা তোমার শার্ট, কানের একটা দুল এক কোনায় পরে থাকবে,পিঠে, গলায় love bite এর চিহ্ন। সকাল বেলায় দুই কাপ চা সাথে মুখে থাকবে প্রাণবন্ত হাসি... কানে আসুক হালকা গানের সুর। বারান্দার তারে ঝুলবে তোমার আমার অন্তর্বাস, জুতোর ফিতে, পা-জামা, সোনার জামা প্যান্ট, আর আমার শাড়ি।সংসারের ছোট ছোট জিনিস নিজের হাতে সাজাবো ছোট্ট একটা শীল-নোড়া, উঠানের মাঝখানে তুলসী মন্দির থাকবে সকাল সন্ধ্যে জল দেবো, ধূপবাতির সুগন্ধে সারাবাড়ি মন্দিরের মতো অনুভব হবে, শান্তি লাগবে।মনে হবে এমনি তো চেয়েছিলাম একটা ছোট্ট সুখের ঘর, সংসার।

সবার এমন সুখের ঘর কপালে লেখা থাকে না, কিছুজনের এমন সংসার স্বপ্নে, কল্পনায় জায়গা পায়।


Writer:sagarika Mitra 

রবিবার, ১১ এপ্রিল, ২০২১

নিজের জন্য ন্যায়বিচার

সমাজের বেশকিছু ব্যাতিক্রম মস্তিষ্কের
 মানুষ এখনো অন্যায় কে মেনে নেওয়ার পরামর্শ দেয়, সহ্য করার পরামর্শ দেয়.... অনেক মানুষের মুখে এমন কথা শোনার পর বুঝলাম তাঁদের এমন কথা বলার কারণটা সবকিছুর মুলে একটাই কারণ টাকা... তাঁদের মতামত যদি কোনো মেয়ে চাকরি করে তাহলে সে কেন সহ্য করবে কেন মেনে নেবে তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য জোরজাবস্তি থাকার থেকে একলা থাকা ভালো। আর হাউস ওয়াইফ দের জন্য??না তাঁদের জন্য এমন কোনো অপশন নেই কারণ তারা রোজগার করে না নিজের দায়িত্ব, সন্তানের দায়িত্ব নিতে পারবে না তাই তাঁদের স্বাধীন ভাবে বাঁচার শান্তিতে বাঁচার কোনো অধিকার নেই। সংসার করতে গেলে কি মেনে নিতে হয় আর কি মানিয়ে নিতে হয় তা সবার জানাটা দরকার।
যেমন বিয়ের আগে মা বাবার আদরে আবদারে থেকেছো,মাছের কোন পিসটা চাই তা নির্ধিধাই বলেছো, কোনটা পছন্দ খাবারের প্লেটে কোনটা নয় তাও অনায়াসে বলেছো, কেউ কথা শুনিয়ে দিলে রাগ করেছো খাবো না যাও বলেও অভিমান করেছো, পুজোয় ওই ড্রেসটাই চায় বলে বায়নাও ধরেছো, কোথাও যেতে ইচ্ছে নেই সেটাও সজোরে বলেছো, সকাল বেলা খুব দেরি করে উঠলেও খুব বকা খাওনি, সারাদিন ফোন দেখার স্বাধীনতা পেয়েছো, যখন খুশি বাড়ি থেকে বেরিয়ে গেছো, কারো জন্মদিন, বিয়েবাড়ি, পার্টি যাবে বলে একবার নামসাক্ষি বলেই ছুটি পেয়েছো। এসব স্বাধীনতা গুলো যদি শশুরবাড়িতেও চাও তাহলে আমি বলবো এই জায়গাগুলোতে মানিয়ে নাও। কিন্তু যদি অন্যায় হচ্ছে যেটা তোমাকে ঠিক লাগছে না মানসিক অশান্তি দিচ্ছে নিত্যদিন, মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ছো, মন এবং স্বাস্থ্যের অবনতি হচ্ছে,তোমার প্রতি স্বামীর বিন্দুমাত্রও আগ্রহ নেই, খাচ্ছো কি না, ঠিকমতো ঘুমাচ্ছ কি না, শরীর কেমন থাকছে, শারীরিক এবং মানসিক সম্পর্কগুলোও বন্ধের মুখে, কথায় কথায় ঝগড়া বাড়িতে টেকা যাচ্ছে না, কথা বলতে গেলেই ঝগড়া, একসাথে হাঁটতে হাঁটতে ঝগড়া, খেতে খেতে ঝগড়া, কিছু মজার কথা বলতে গিয়েও ঝগড়া.... এমন হওয়ার কারণ কি জানো understanding নেই দুজনের মধ্যে ❌️ trust নেই দুজনের মধ্যে❌️ভালোবাসা নেই, বাঁধন নেই, টান নেই....এগুলো অন্যায় হচ্ছে তোমার সাথে নীরবে তুমি ভাবছো সব ধীরে ধীরে একদিন ঠিক হয়ে যাবে, ভুল বোঝানো হচ্ছে তোমাকে কিচ্ছু ঠিক হবে না তুমি মূল্যহীন হয়ে যাবে ধীরে ধীরে। তোমার অন্যায়টা তোমার সেটা কেউ বুঝবে না বুঝতে চাইবে না কারণ অন্যায়ের সাজাটা তুমি পাচ্ছ তারা নয়। ব্যাস অনেক হয়েছে আর নয় এসব অন্যায় মেনে নেবে না মানিয়ে নেবে না।

শনিবার, ১০ এপ্রিল, ২০২১

bangla shayari about love

আগুনে ছেঁকা খেলে চামড়া পোড়ে
প্রেমে ছেঁকা খেলে হৃদয় পোড়ে

যেচে উপকার করলে ভুল বোঝে
যেচে ক্ষমা চাইলে বোকা বুঝে

সম্পর্কে ঝুঁকলে দুর্বল ভাবে
হতাশায় ভুগলে loser ভাবে

গুরুত্ব বেশি দিলে অবহেলা করে
গুরুত্ব কম দিলে অভিযোগ করে

জীবন দিয়ে ভালোবাসলে সস্তা মনে করে
নিজের গুরুত্ব বুঝিয়ে দিলে ego মনে করে 

শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

নতুন জন্ম

আজ তিনদিন হয়ে গেল আমি মারা গিয়েছি, হুস.......কেউ সে কথা জানে না জানবেই বা কি করে খোঁজ রাখে নাকি কেউ কারো। কিন্তু তবুও আমি আমার শরীরটাকে জোর করে বাঁচিয়ে রেখেছি কেন জানো? আমার আড়াইবছরের মেয়েটার জন্য... ওকে একা রেখে যায় কি করে। কত আবদার, আদর, বায়না ওর আমি না উঠলে কে দেখবে তাই জোর করে চোখ মেলে তাকাচ্ছি, জোর করে খাবার খাচ্ছি নয়তো শরীরটাকেও বাঁচাতে পারবো না। এই বয়সেই আমার মা আমাকে ছেড়ে চিরদিনের মতো জগৎ ছেড়েছিলো ভাবেনি এত কিছু আমার মতো করে।কিন্তু আমি মেয়ের জন্য আবার নতুন করে জন্ম নেবো নতুন রাস্তা খুঁজবো কিভাবে ভালো ভাবে বেঁচে থাকা যায়।

শনিবার, ৩ এপ্রিল, ২০২১

never give up bangla quotes

রোজ সকালে আয়নার সামনে বলো
You Are Great
তুমি ফ্যালনা নও
তুমি সস্তা নও
তুমি তুচ্ছ নও
তোমার মধ্যেও আছে কিছু বিশেষ গুন
যেটাকে তুমি ঠিক ভাবে যত্ন করছো না
যেমনটা সবাই তোমার মধ্যে বিশেষ গুন আছে মানে না তেমনি তুমিও তোমার গুনটা তাঁদের মতো করে অবহেলা করছো।
ঈশ্বর আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছে মানুষরূপে কিছু না কিছু উদ্দেশ্যে। তুমি তোমার উদ্দেশ্য কে খোঁজো। তুমি তোমার ওই বিশেষ গুনকে খোঁজো, বের করো আর পুরো দুনিয়াকে দেখাও তুমি looser নও তুমিও অসাধারণ,অমূল্য।
হতে পারে অনেকে সময়ে সেটেল হয়েছে তুমি একটু না হয় দেরিতে হবে। চেষ্টা তো করো, কেউ তোমায় motivate করবে না তোমাকেই বুকে বল এনে এগিয়ে যেতে হবে।
বাঁধা আসবে, হতাশা আসবে, কান্না আসবে, একা হয়ে পড়বে তবু থামলে চলবে না.... এত বাঁধা পেরিয়ে যদি এগিয়ে যেতে পারো সাফল্য তোমার মাথায় মুকুট পড়াবেই।তাই never give up

মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

মাঙ্গলিক দোষ##

রিমা ছোট থেকেই একটু চুপচাপ, চাপা স্বভাবের। যখন দুই বছর বয়স তখন রিমা মাকে হারায় রিমার সাথে তার পাঁচ বছরের দাদাও হারায় মাকে।ঠাকুমা, পিসি, কাকিমারা মিলে বড়ো করেছে তাঁদের। রিমা গোপনে কাঁদতো মাকে মনে পড়লে। কিছু তো করার নেই মা তো আর আসবে না তাও মন মানত না।কিছু বছর গেল.......
এখন রিমা 16-17বছর বয়স। বাড়ির লোক পাত্র দেখা শুরু করলো, রিমা উচ্চমাধ্যমিক দিয়ে কলেজে পা দিলো, পা দিতেই বিয়ে ঠিক হয়ে গেল
রিমা অতটাও তখন বুদ্ধিমতী মেয়ে ছিল না, নিজের ভালো খারাপটা বুঝতে শেখেনি তাই ভবিষ্যত নিয়ে কিছু ভাবেনি, বাড়ির মতে বিয়ে করলো... বিয়ের আগে রিমাকে শশুড়বাড়ির লোকেরা বলেছিলো পড়াশোনাটা চালিয়ে যেতে পারে। কিন্তু বিয়ের পর দেখে তাঁদের কথাবার্তা সম্পূর্ণ ভিন্ন, তারা বললো বাড়ির বৌ এভাবে বাইরে রোজ কলেজ যাওয়াটা ঠিক মানাবে না। তার স্বামীও প্রতিবাদ করলো না।শাশুড়ি মার আচরণ দিন দিন দম বন্ধের মতো রিমাকে মানসিক অশান্তি দিতে লাগলো, সাপোর্ট বলতে কাউকে পাশে পেলো না, ফামিলি ছিল জয়েন্ট। তাই মায়ের দাদার আগে স্বামী কিছু বলতে পারবে না। একদিন রিমাকে তার বড়ো জা কথায় কথায় বললো তোমার বর রোজ রবিবার যাদের বাড়ি যায় ওই বাড়ির মেয়ের সাথে অনেক বছরের সম্পর্ক ছিল, কিন্তু বিয়েতে আমরা রাজি না হওয়ায় অনেক ঝামেলা হয়, তারপর তোমার সাথে বিয়ে হয়, এই শুনে রিমার মনে ভীষণ ঝড় শুরু হয়,মনে প্রশ্ন আসে তবে কি ওই মেয়ের সাথেই ফোনে গল্প করে আমার আড়ালে। আমি ফোন ধরলে ওই মেয়েটা ঐজন্য মুখের উপর ফোন কেটে দেয়। তবে কি সম্পর্কটা আমার আড়ালে এখনো এগিয়ে যাচ্ছে.....
এরপর রিমা স্বামী এই নিয়ে কথা উঠায়, কিন্তু সে ভীষণ রাগারাগি করে মানতে অস্বীকার, উল্টে রিমাকেই বলে তোমার মনে পাপ আছে। তারপর রিমা কিছুদিন পর বাবার বাড়ি আসে, কিন্তু সেই সেই সমস্যাটার জল ধীরে ধীরে ভয়ানক আকারণ নেয়।রিমার বাড়ির লোকজন এসব কথা জানতে পারে... রিমার বাবা দেরি না করে শশুড়বাড়ির লোকজনদের ডেকে দুই পরিবার নিয়ে একটা আলোচনা করে রিমার বাড়ির লোকজনদের দাবি তুমি বিয়ের আগে যা করেছ সেসব আমরা জানতেও চাই না কিন্তু এখন তুমি আর তাঁদের বাড়ি যেও না মানে ওই মেয়েটির বাড়ি। তখন রিমার বর বলে উঠলো না সেটা সম্ভব নয় তারা আমার অনেক উপকার করেছে বিপদের সময় তাই তাঁদের সাথে সম্পর্ক ভাঙতে পারবো না। এবার রিমার স্পষ্ট বুঝতে পারলো তাঁদের সম্পর্কে তৃতীয় কেউ ঢুকে পড়েছে আর এই সম্পর্ক জোড়া লাগবে না হয়তো।আলোচনার শেষে তারা বাড়ি ফিরে গেল। বেশ কিছু মাস গেল..... রিমা ভেবেছিলো নিশ্চয় বর তাকে একবার ফোন করবে বা নিতে আসবে আর বলবে চলো বাড়ি ফিরে চলো কিন্তু রিমার স্বপ্ন স্বপ্নই থেকে গেল তাকে না ফোন না নিতে এসেছিলো....... আজ অনেক গুলো বছর কেটে গেছে রিমার সেসব কথা আজ গল্পের মতো লাগে।তারপর রিমার জীবনে আগে কি হলো জানতে হলে পার্ট ২ জন্য অপেক্ষা করুন।
কিছু মানুষ হাজার চাইলেও আপন হয় না
কিছু আপন হাজার চাইলেও পর হয় না
কিছু কষ্ট হাজার চাইলেও শেষ হয় না.....

মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

মানুষ এখন মেশিন/people are machines now

এখন মানুষ আর মানুষ নেই এক একটা মেশিনে পরিণত হয়েছে। কারণ এখনকার মানুষের মধ্যে emotions, feelings, মনুষ্যত্ব, বিবেক সব হারিয়ে যাচ্ছে। পাশের মানুষটা কষ্টে আছে, বিপদে আছে কিন্তু সাথে থাকা মানুষটার সেই নিয়ে মাথা ব্যাথাও নেই।অনেক স্বামী-স্ত্রী আছে যারা বছরের পর বছর এক ছাদের তলায় কাটিয়ে দিচ্ছে না আছে মনের সাথে মনের কানেকশন না আছে শরীরের সাথে কোনো কানেক্শন। কতদিন তারা একে অপরকে বলেনি আমি তোমাকে ভালোবাসি, কতদিন তারা ফোনে 1মিনিটের বেশি কথা বলেনি, কতদিন তারা একে অপরকে আলিঙ্গন করেনি, তারা ভুলেই গেছে ছাদনাতলাই হাতের উপর হাত রেখে কত মন্ত্রপাঠ, একে অপরের চোখে ভালোবাসার আদানপ্রদান, ভালোবাসার মানুষটির হাতে পরিয়ে দেওয়া মাথা ভরা সিঁদুর। কোথায় গেল সেইদিনগুলোর স্মৃতি,কিভাবে ভুলে যায় আমরা কত ভাবনা কত স্বপ্ন দিয়ে গড়া সম্পর্কগুলোকে। কি করে এত্তটা নিষ্ঠুর হয়ে যায়। কথায় কথায় একে অপরের মনে আঘাত করার সুযোগ খুঁজি কই খুশি করার সুযোগ খুঁজি না তো? সম্পর্ক গুলোকে casually নিতে শুরু করি যেন থাকলে থাক না থাকলে চলে যাক। সম্পর্কটাকে আর কোনো যত্ন করার দরকার নেই... আচ্ছা একটা গাছের বেলায় যদি এমনটাই করি সেই গাছটার চেহেরাটা কেমন হবে একটু মন দিয়ে ভাবুন... ধরুন আপনি একটা ছোট্ট গাছের চারা কিনে আনলেন তারপর সেটাকে আর তাকিয়েও দেখলেন না ভাবলেন আমারই তো এখন গাছটা। ওকে সার, আলো, বাতাস, জল যেগুলো দরকার ছিল দিলেন না কিন্তু তবুও আপনি সেই গাছটার থেকে আশা করলেন গাছটা আমাকে ফুল দেবে, ফল দেবে কারণ গাছটা বুঝবে আমি এখন অসুবিধায় আছি তাই যত্ন করা সম্ভব হচ্ছে না, এবার বলুন আপনি যেটা ভাবলেন সেটা কি আদৌ লজিকাল কথা?? আমি জানি একটু বিবেক দিয়ে ভাবলেই আপনি বুঝতে পারবেন এটা কোনোমতেই সম্ভব না। এমনি এক্সপেকটেশন গুলো আমরা সম্পর্কের ক্ষেত্রেও apply করি, গাছের মতোই সম্পর্কেরও যত্ন প্রয়োজন অনেক প্রয়োজন। আর যত্ন করি না তাই দিনের পর দিন সম্পর্কগুলো প্রাণহীন, মৃত, বোঝাই পরিণত হয়ে যাচ্ছে।

Writer:সাগরিকা মিত্র 

রবিবার, ৭ মার্চ, ২০২১

Happy Women's Day

তোমার ভূমিকা, তোমার অবদান তুমি নিজেই জানো না তাইতো অল্পতেই ভয় পাও, ভেঙে পরো, হার মেনে যাও। কতটা শক্তি আর ধৈর্য্য নিয়ে জন্মেছ জানা থাকলে তুমি নয় যারা তোমার সাথে অন্যায় করে প্রতিনিয়ত তারা মাথা ঝুঁকিয়ে চলতো।কিন্ত সমাজের গঠনটাই এমন আছে নারী মানেই মানিয়ে নেওয়া।তবুও তুমি স্বাধীন হও ছুঁয়ে দেখাও তোমার আকাশকে ।

শনিবার, ৬ মার্চ, ২০২১

মেয়েদের জীবন/women's Life

মেয়েদের জীবনটা বেশ কয়েক ভাগে ভাগ করা থাকে... ছোট্টবেলায় আবদার অভিমান দেখার কত্ত মানুষ আপনজনের ছায়ায় একটু একটু করে বড়ো হওয়া ঠিক যেমন বট গাছের ছায়ার মতো। তারপর আসে যৌবনকাল অসম্ভব আবেগ আর উদ্যোমে ভরা বয়স... চোখে তখন রঙিন স্বপ্নের সানগ্লাস... পৃথিবীটা রামধনুয় সাজানো কত সহজ সুন্দর পৃথিবী, লাগে সব জিতে নেবো হাতের মুঠোয়। তারপর ধীরে ধীরে সংসার জীবনে প্রবেশ, চোখে ভালোবাসার মানুষটাকে সাজিয়ে কত স্বপ্ন, কত ইচ্ছে, লাল বেনারসীয় মুড়ে যখন পা রাখি শশুরবাড়ির অন্দরমহলে, যা যা ভেবে গেছি গিয়ে দেখি এক নিমেষে যেন সমস্ত বেনারসীর লাল রংটা কেমন ফিকে পরে গেল, চোখে ভালোবাসার মানুষটা কেমন বদলে যেতে শুরু করলো, চারপাশের পরিবেশটা যেন থমথমে, স্তব্ধ হতে লাগলো। পৃথিবীর চেহেরাটা যেন সহজ সুন্দর থেকে কঠিন নিষ্ঠুর হতে লাগলো। খুব কাছের মানুষগুলো, নিজের বাড়ি, তাঁদের ব্যবহারগুলো যেন কিছুটা অন্যরকম বদল হতে লাগলো, সবকিছু জেতার ইচ্ছেটা কেউ যেন থামিয়ে দেওয়ার দায়িত্ব নিয়ে নিলো। মা বাবার অধিকারটা যেন কেউ কেড়ে নিলো, নিজের বাড়িতে যতদিন থাকার স্বাধীনতাটা কেউ যেন মুঝে দিলো। এ কেমন জীবন, কেমন ত্যাগ যা কাউকে অভিযোগ করা যায় না, লড়াই করা যায় না,শুধু মেনে নিতে হয়... সময়ের উপর ছেড়ে একদিন সময় বদলাবে, একদিন আমার চাপাপরা অধিকার গুলো জাগার স্বাধীনতা পাবে।


সাগরিকা মিত্র 

বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

টাকাটাই সবকিছু এখন

জীবনে যা অভিজ্ঞতা হলো তাতে বুঝলাম টাকাটাই সবকিছু। টাকা দিয়ে সুখ, আরাম, সুবিধা, ভালো ব্যবহার পাওয়া যায়। তুমি উচিত কথা বলছো কিন্তু সামনের জন আগে দেখবে তুমি কত টাকা রোজগার করো।
তুমি ভুল কথা বলছো,অনুচিত কথা বলছো কিন্তু তোমার টাকার জন্য কেউ তোমাকে বুকে সাহস নিয়ে বলবে না তুমি ভুল কথা বলছো, নাহলে তোমার থেকে আর কোনো সুবিধা পাওয়া যাবে না। এখন টাকাটাই তোমার পজিশন ঠিক করে দেয় তুমি ঠিক কতোটা সম্মানের যোগ্য।

মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

women quote in Bengali

মেয়েমানুষ হয় মেয়েমানুষ হয় বলে বলে একটা মহিলাই আর একটা মহিলাকে অত্যাচার করে।

bangla quotes about mother-in-law

এতদিন জেনেছিলাম মা আর ছেলের মধ্যে বউ এসে সম্পর্কে ফাটল ধরায়, অশান্তি লাগিয়ে দেয়,আগুন লাগায়🔥

কিন্তু এই কলি যুগে এটাও দেখতে হলো স্বামী-স্ত্রীর মধ্যে শাশুড়িও ঝগড়া লাগায়,আগুন লাগায়।🙄

ঘোর কলি 

শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

Be unique quotes in bangla

সবার বদলে গেল
এবার আমার দায়িত্ব বদলে যাওয়ার..

না না না এটাই এটাই ভুল করছো ভেবে তাহলে সবার আর তোমার মধ্যে পার্থক্য কোথায় থাকলো। তারমানে কাল বলবে সবাই বিয়ে করে নিলো এবার আমার বিয়ে করার পালা।😁
আরে এই সবাই কথাটাই একটা সাধারণ মানুষের পরিচয় দিচ্ছে, সবাই যা করবে তুমিও কি তাই করবে। তোমার মধ্যে নিজস্বতা নেই, তোমার ব্যাক্তিত্ব, তোমার পছন্দ, তোমার বিচার-বিবেচনা, তোমার পথ, তোমার ভাবনা, তোমার দুনিয়াকে দেখার আলাদা দৃষ্টিভঙ্গি। সবাই সাধারণ হতে চাই কারণ সাধারণ হওয়া খুব সহজ, কেউ আলাদা ইউনিক হতে চাই না কারণ সেই রাস্তায় একাই চলতে হয়, হাজার রকমের বাঁধা ঠেলে।
Be Unique Yaar

bangla quotes about Ageing

প্রতিটা মানুষ একটা বয়সের পর গুরুজনের আসন পায়, সেই মানুষটা আশা করে তাঁদের থেকে বয়সে ছোট যারা তারা শ্রদ্ধা, সম্মান করুক, কিন্তু কথা হলো
গুরুজন হলেই কি ছোটরা ভেতর থেকে শ্রদ্ধা, সম্মান করবে, ব্যাস এই একটা কারণ থাকলেই হবে সম্মান করার জন্য। না 
যদি মন থেকে কারো কাছ থেকে শ্রদ্ধা ভক্তি সম্মান চাই তাহলে বয়সে বড়ো হওয়ার সাথে সাথে নিজের ব্যবহার, কথা বার্তায় মিষ্টতা, আর ভালো কর্ম এই গুনগুলোও থাকতে হবে।
সম্মান করে না, সম্মান করে না করে ঢাক পিটিয়ে পাওয়া যাবে না।

বোঝাতে পারলাম🙄

বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

sad quotes in bangla

একলা  যাকে যারা বাঁচতে পারবেন না ভাবেন, একটা সময় সেই আপনাকে শিখিয়ে যাবে বেঁচে থাকার জন্য কোনো মানুষের নয় নিজের ভেতরের শক্তির দরকার হয়, মানুষ তো কেবল অবলম্বন।

মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১

bangla quotes about self

তুমি নিজেকে খুব চালাক ভাবো জানি আর ভাবো আমাকে মিথ্যা বলে টুপি পড়াও আর সেটা আমি জানতেও পারি না, আসলে সত্যিটা হলো তুমি নিজেকে যতটা চালাক ভাবো ততটাই বোকা, আর টুপি আমাকে নয় তুমি নিজেকেই নিজের মাথায় টুপি পড়াও।

সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

Mood Swing quotes in bangla

এই শব্দটা কমবেশি আমরা সবাই শুনেছি, আবার কেউ নিজে ফীল করেছি। মুড সুইংস একটা মনখারাপ, কিছুটা চোখের জল, চারপাশটা খালি খালি, জমে থাকা মানসিক অশান্তি,মনের মাঝে অনেকটা ক্লান্তি,

রবিবার, ৩ জানুয়ারী, ২০২১

mother-in-law quotes in bangla

তোমার মেয়ে নিজের শশুর শাশুড়িকে বুড়ো বুড়ি ডাকলে তোমার তাতে খারাপ লাগে না, সেইসময় একটা থাপ্পড় দেবো এটা কি ভাষা তোর থেকে বড়ো নয় তারা বলে শাসন করো না।

কিন্তু যদি তুমি শোনো তোমায় আমি বুড়ি বলে খুব নিন্দা করছি আমার মাকে ফোনে তখন তো একটা কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে বাড়িতে। কেন তুমি কোন সুপারস্টার যে তোমাকে বুড়ি বলা যাবে না যখন কি সব গুণাবলীগুলো নিন্দা করার মতোই।

life quotes in Bengali

মনে রাখবেন যাদের মন অনেক ছোট মাপের তারা কাউকে বিশ্বাস করবে না নিজেকে ছাড়া।

হাজার লজিক দিয়ে বোঝালেও বিশ্বাস করবে না,নিজে যেটা ভেবে রেখেছে সেটাকেই সত্যি মানবে।